গফরগাঁও আলতাফ হোসেন গোলন্দাজ ব্রীজটি যেন এক পর্যটন কেন্দ্র।

Gafargaon Altaf Hossain Golandaj Bridge is like a tourist center.

আলতাফ গোলন্দাজ সেতু

ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও উজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত এলজিইজির কর্তৃক স্থাপিত বাংলাদেশের সর্ববৃহৎ ৮১০ মিটার দীর্ঘ “আলতাফ গোলন্দাজ সেতু” যা গফরগাঁও সদর হতে চরআলগী ইউনিয়নের বিশাল জনগোষ্ঠিসহ নান্দাইল উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। 

Gafargaon Altaf Hossain Golandaj Bridge is like a tourist center.

তাছাড়া এই দীর্ঘ সেতুটি মানুষের কাছে একটি দর্শনীয় স্থান হিসেবে জায়গা করে নিয়েছে । বিভিন্ন উৎসবের ছুটিতে বা যে কোন কারনে যে সকল মানুষ গফরগাঁও আসেন তারা প্রত্যেকেই প্রায় এই আলতাফ গোলন্দাজ সেতুটি দেখে যান ও এই সেতুর সাথে নিজেদের কাটানো কিছু সময়ের আলোকচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দি করেন।ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও উজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত এলজিইজির কর্তৃক স্থাপিত বাংলাদেশের সর্ববৃহৎ ৮১০ মিটার দীর্ঘ “আলতাফ গোলন্দাজ সেতু” যা গফরগাঁও সদর হতে চরআলগী ইউনিয়নের বিশাল জনগোষ্ঠিসহ নান্দাইল উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। তাছাড়া এই দীর্ঘ সেতুটি মানুষের কাছে একটি দর্শনীয় স্থান হিসেবে জায়গা করে নিয়েছে । বিভিন্ন উৎসবের ছুটিতে বা যে কোন কারনে যে সকল মানুষ গফরগাঁও আসেন তারা প্রত্যেকেই প্রায় এই আলতাফ গোলন্দাজ সেতুটি দেখে যান ও এই সেতুর সাথে নিজেদের কাটানো কিছু সময়ের আলোকচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দি করেন। 

Gafargaon Altaf Hossain Golandaj Bridge is like a tourist center.

গফরগাঁও উপজেলায় কোনো বিনোদন কেন্দ্র কিংবা অবকাশ যাপনের সুযোগ ছিল না, তবে আলতাফ হোসেন গোলন্দাজ ব্রিজ নির্মাণের পর থেকে সে অভাব অনেকটাই লাঘব হয়েছে গফরগাঁওবাসী।


Comments